টুডেনিউজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনার খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার সঙ্গে দেখা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি জানান, চলমান রাজনৈতিক অস্থিরতায় ইউনূস কাজ করতে পারছেন না বলে উদ্বেগ প্রকাশ করেছেন। তার ভাষায়, “আমি তো এভাবে কাজ করতে পারবো না।”
নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করে শক্ত থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আনয়নের আহ্বান জানান।
তিনি বলেন, ইউনূস তাকে জানিয়েছেন “পদত্যাগের বিষয়ে ভাবছেন” এবং রাজনৈতিক আস্থার অভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন।
এদিন বিএনপি দুই উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করে। পাল্টা প্রতিক্রিয়ায় এনসিপি সরকারের তিন উপদেষ্টাকে ‘বিএনপির মুখপাত্র’ বলে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেয়।
এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে তার বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন।