ডিপসিক, এআই অ্যাপ, কৃত্তিম বুদ্ধিমত্তা

অ্যাপল ও গুগলকে অ্যাপ স্টোর থেকে ‘ডিপসিক’ সরানোর আহ্বান জার্মানির

জার্মানির ফেডারেল ডেটা সুরক্ষা কমিশনার মিকি ক্যাম্প সম্প্রতি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও গুগলকে আহ্বান জানিয়েছেন, তারা যেন তাদের অ্যাপ স্টোর থেকে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘ডিপসিক’ (DeepSeek) সরিয়ে ফেলে।

রয়টার্সের বরাতে জানা গেছে, ইউজার ডেটার সুরক্ষা এবং এসব তথ্য চীনা সরকারের সাথে শেয়ার করার আশঙ্কার ভিত্তিতে এই অনুরোধ জানানো হয়েছে।

কমিশনার ক্যাম্প জানিয়েছেন, সংশ্লিষ্ট চীনা কোম্পানিটিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেটা সুরক্ষা মান মেনে চলার ব্যাপারে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলেও তারা এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা দলিল উপস্থাপন করতে পারেনি। ক্যাম্পের মতে, এই ব্যর্থতা গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে।

ডিপসিক অ্যাপটির বিরুদ্ধে এই পদক্ষেপ নতুন কিছু নয়। চলতি বছরের শুরুতেই ইতালি ডেটা সংগ্রহের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব উল্লেখ করে অ্যাপটিকে নিষিদ্ধ করে। পাশাপাশি নেদারল্যান্ডস সরকার এই অ্যাপটি ব্যবহার থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে, চীনে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোর ব্যবহারে আরো কঠোরতা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকার এমন একটি আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে, যার ফলে নির্বাহী শাখার বিভিন্ন সংস্থার মধ্যে চীনা প্রযুক্তিনির্ভর এসব এআই মডেলের ব্যবহার নিষিদ্ধ বা অপরাধ হিসেবে গণ্য করা হবে।

এই প্রেক্ষাপটে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র উভয় অঞ্চলেই চীনা এআই অ্যাপ ও প্রযুক্তি ব্যবহারের নিরাপত্তা ও গোপনীয়তা ইস্যু ক্রমেই গুরুত্ব পাচ্ছে। ডেটা সুরক্ষার প্রশ্নে পশ্চিমা দেশগুলোর এই কড়া অবস্থান ভবিষ্যতে আরো কঠোর নীতির ইঙ্গিত দিচ্ছে।

সূত্র : আল জাজিরা নেট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top