টুডেনিউজ বিডি ডটনেট
পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি নিয়ে আয়োজিত হতে যাওয়া কপ-৩০ জলবায়ু সম্মেলনের জন্যই ব্রাজিলের অ্যামাজন রেইনফরেস্টে বিশাল এক মহাসড়ক নির্মাণ করা হচ্ছে, যা স্ববিরোধিতার এক চরম দৃষ্টান্ত বলে মনে করছেন পরিবেশবিদরা।
আগামী নভেম্বরে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে ৫০ হাজারেরও বেশি অতিথি- বিশ্বনেতা, বিজ্ঞানী ও পরিবেশবিদরা উপস্থিত থাকবেন। সম্মেলন উপলক্ষে পরিবহন ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে একটি চার-লেন বিশিষ্ট মহাসড়ক নির্মাণ করা হচ্ছে, যা ইতোমধ্যে ১৩ কিলোমিটারজুড়ে অ্যামাজনের সুরক্ষিত বনভূমি ধ্বংস করেছে।
এই মহাসড়কের কাজ ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের জীবিকা ও জীবনের উপর প্রভাব ফেলতে শুরু করেছে। ক্লদিও ভেরেকেট নামের এক স্থানীয় বাসিন্দা জানালেন, ‘সব ধ্বংস হয়ে গেছে। আমরা আগে যেখানে গিয়ে ফল সংগ্রহ করতাম, তা এখন কংক্রিটে ঢাকা। আমাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।’
সরকারের পক্ষ থেকে এখনো ক্ষতিপূরণের কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে তিনি জানান। উপরন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই নতুন সড়ক ভবিষ্যতে আরো ব্যবসায়িক স্থাপনার জন্য বন উজাড়ের পথ সুগম করবে।
বন্যপ্রাণীর জন্য হুমকি
বিশেষজ্ঞদের মতে, এই মহাসড়ক অ্যামাজনের জীববৈচিত্র্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। প্রাণী চিকিৎসক ও গবেষক অধ্যাপক সিলভিয়া সারদিনহা জানান, ‘সড়কটি বনভূমিকে দুটি অংশে বিভক্ত করে ফেলবে, যা বন্যপ্রাণীর চলাচল ব্যাহত করবে এবং তাদের আবাসস্থল সংকুচিত করবে। আহত প্রাণীদের আমরা সুস্থ করে বনে ফেরত পাঠাই, কিন্তু এখন সেটি কঠিন হয়ে যাবে।’
আমাজনের জন্য নয়, আমাজনের মধ্যে কপ
ব্রাজিলের প্রেসিডেন্ট এবং পরিবেশ মন্ত্রী দাবি করেছেন, ‘এই সম্মেলন হবে একটি ঐতিহাসিক আয়োজন। কারণ এটি ‘আমাজনের জন্য নয়। বরং আমাজনের মধ্যে অনুষ্ঠিত একটি কপ সম্মেলন।’
তবে স্থানীয়দের মতে, এই আলোচনা উচ্চপর্যায়ে সীমাবদ্ধ থেকে যাবে, যেখানে কেবল ব্যবসায়ী ও নীতিনির্ধারকরাই অংশ নেবেন। সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি ও জীবনযাত্রার ক্ষয়ক্ষতি নিয়ে কোনো আলোচনা হবে না।
অ্যামাজনকে রক্ষা করার অঙ্গীকার নিয়ে আয়োজিত সম্মেলনের জন্যই যখন বন কাটা হচ্ছে, তখন এ সম্মেলনের সারবত্তা নিয়েই প্রশ্ন উঠছে পরিবেশবাদীদের মধ্যে।
সূত্র : বিবিসি