টুডেনিউজ বিডি ডটনেট
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাকে উপেক্ষা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই সফর হতে পারে।
বৃহস্পতিবার ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন। আলোচনার পর তার ধারণা, ইসরাইলি প্রধানমন্ত্রী শিগগিরই যুক্তরাষ্ট্রে আসতে পারেন।
নেতানিয়াহু বর্তমানে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি। গত নভেম্বরে আদালত তার এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে।
বৃহস্পতিবার নেতানিয়াহু প্রথমবারের মতো ইউরোপ সফর করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংস্থাগুলো হাঙ্গেরির প্রতি আহ্বান জানিয়েছে, যেন তাকে গ্রেফতার করে আইসিসির কাছে হস্তান্তর করা হয়। তবে হাঙ্গেরি ইতোমধ্যে আদালত থেকে সরে গেছে। যুক্তরাষ্ট্রও আইসিসির সদস্য নয়।
এদিকে, বৃহস্পতিবার রাতে ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরের কিছু এলাকায় বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনিদের দ্রুত দক্ষিণ গাজায় আশ্রয় নিতে বলা হয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই জানান, গাজার পুরাতন শহর, আল-সাব্রা, তেল আল-হাওয়া ও পশ্চিম জেইতুনের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি এটিকে ‘চূড়ান্ত সতর্কতা’ বলে অভিহিত করেন এবং বাসিন্দাদের আল-মাওয়াসি এলাকার আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
সূত্র : আনাদোলু এজেন্সি