আওয়ামী ফ্যাসিবাদকে রাজনীতি থেকে দূরে সরানোর আগে ফ্যাসিবাদপন্থী গণমাধ্যমের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কওমি বুদ্ধিজীবী ও জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ।
শনিবার (৩ মে) নিজের ফেসবুকের এক পোস্টে এই আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখবেন কিনা এটা রাজনীতিকদের সিদ্ধান্ত ও কাজ; বিশেষত বিএনপি, এনসিপি, জামায়াত ও অন্যান্যদের। কিন্তু এটা যদি আসলেই তারা করতে চান, তাহলে ফ্যাসিবাদপন্থী গণমাধ্যম/সাংবাদিকতা এবং আইন অঙ্গনের বাকশালি কারিগরদের দিকে সবচেয়ে বেশি চোখ রাখুন। উল্টো ন্যারেটিভ প্রতিষ্ঠা ও মানবিকতাবিরোধী আইনি পরিস্থিতি তৈরির চেষ্টাকে সঙ্গে সঙ্গেই প্রতিহত করুন। সুফল পাবেন।
তিনি আরো বলেন, ঝামেলা আরো বিভিন্ন দিক থেকে আসতে পারে। কিন্তু এ দুটি খাত ঠিকঠাক থাকলে অন্যগুলো থেমে যাবে।