আওয়ামী লীগের ভোট কারা পাবে, এ বিষয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন কওমি বুদ্ধিজীবী ও জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ।
এ বিষয়ে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে বলেন, নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী সমর্থন ও ভোটগুলি কার বাক্সে যাবে? অনেক রকম হিসাব নিকাশ দেখছি। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি, চূড়া থেকে গোড়া, গত ৪০ বছরে যতটুকু দেখেছি, তাদের ভোট পাওয়া নিয়ে বিএনপি, এনসিপি, জামায়াতের পেরেশান হওয়ার দরকার নাই, কোনো লাভও নাই।
তিনি আরো বলেন, তাদের একটি ভোটও ‘বিভ্রান্ত’ হয় না, তারা অপাত্রে সিল মারে না। নিষিদ্ধ থাকলে সামনের নির্বাচনে তাদের ভোট যাবে সিলেক্টেড স্বতন্ত্র প্রার্থীর বাক্সে। নতুন নতুন দল হচ্ছে, সেখানেও তাদের ভোট পাওয়া প্রার্থী থাকবে। কোনো কোনো আসনে জাতীয় পার্টিও হয়তো তাদের ভোট পাবে।
আওয়ামী লীগ সদস্যদের ভোটনীতি উল্লেখ করে এই বুদ্ধিজীবী বলেন, ২০২৪-এ তারা ডামি ভোট করেছে, ২০২৬-এ তারা সিলেক্টেড ভোট করবে। স্বতন্ত্র ও বিভিন্ন নতুন গজানো দলের প্রার্থীদের মধ্য থেকে আওয়ামী-মনাদেরকে আসন ভিত্তিক-ভাবে বেছে নেবে। সেই বাছাইয়ে বিএনপি, এনসিপি, জামায়াতের কোনো জায়গা থাকবে না। এসব দলে তারা ঘাপটি মেরে থাকার জন্য জায়গা নেবে, কাজের সময় আসল কাজটাই করবে।
রাজনীতিবিদদের সতর্ক করে শরীফ মুহাম্মদ বলেন, ভোট নিয়ে কার ব্যাপারে কে নরম হবেন গরম হবেন, সেটা এই হিসাব মাথায় রেখেই হয়েন, তা না হলে আফসোস করতে হতে পারে। ওরা উপর থেকে নিচ পর্যন্ত এক আওয়াজ এক চিন্তা নিয়ে চলে; সামান্য নড়চড় হয় না।