নাহিদ ইসলাম, আওয়ামী লীগ

আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফায়সালার দাবি নাহিদ ইসলামের

আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফায়সালার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও জুলাইযোদ্ধা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই দাবি জানান।

ফেসবুক পোস্টে নাহিদ বলেন, ‘জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনীদের বিচার। এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে।’

তিনি আরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনী আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামীদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার যায়গা তৈরি হইছে।’

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না।

এ সময় রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই চলে আসুন। জুলাইয়ে সকল শক্তি, সকল শহীদ পরিবার ও আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসুন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top