মাহফুজ আলম

আন্দোলন থামাতে এসে অপমানিত উপদেষ্টা মাহফুজ আলম

যমুনার সামনে জবি শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে চলমান আন্দোলনকে নিবৃত করতে এসে অপমাণিত হয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় ছাত্ররা তার বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেয় এবং কে বা কারা তার দিকে বোতল ছুড়ে মারে।

আজ (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসলে তিনি এমন ঘটনার মুখোমুখি হন।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে। কেউ জগন্নাথের ছাত্রদের সমালোচনা করে বলছে, জগন্নাথের ছেলেরা জঘন্য কাজ করেছে। আবার কেউ বলছে, উপদেষ্টা হিসেবে তিনি অবশ্যই সম্মান প্রাচ্য। এছাড়া তিনি ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম নায়ক। সেজন্য তার সাথে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হয়।

জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবি জুবায়ের বলেন, উপদেষ্টা মাহফুজ আলমকে অপদস্থ করার নিন্দা জানাই। একজনকে আপনি অপছন্দ করতে পারেন, তার বক্তব্যের প্রতিবাদ জানাতে পারেন, তাই বলে তার উপর হা’মলা করার অধিকার আপনার নাই। যে বা যারাই কাজটা করেছেন খুবই জঘন্য একটা কাজ করেছেন! নিন্দা জানিয়ে রাখলাম।

এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বলেন, আজ Mahfuj Alam এর সাথে যা করেছেন, তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে!! মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মনে রাখবেন মাহফুজ আলম আমাদের ভাই। ভাইয়ের সাম্মানে আঘাত করতে আয়সেন না…

অ্যাক্টিভিস্ট সাবের চৌধুরি বলেন, উপদেষ্টা মাহফুজ আলমের উপর শারিরিক আক্রমণ হয়েছে, সেটা প্লাস্টিকের ছোট বোতল দিয়ে হলেও, কোনোভাবেই গ্রহণযোগ্য না। প্লাস্টিকের ছোট বোতল বলে হালকা করে দেখলে এর ভিতর দিয়ে মূলত হিংস্র আক্রমণকেও সাধারণ হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এটা হতে পারে না।

তিনি আরো বলেন, জনগণ তার সামনে ভুয়া ভুয়া ধ্বনি দিয়েছে, এটা সমস্যা মনে করি না। কিন্তু শারিরিক আক্রমণ অগ্রহণযোগ্য এবং স্পষ্ট অপরাধ। এর বিচার চাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top