ইসরাইলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে জুডিয়ান পাহাড়ে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে সেখান থেকে আগুনের শিখা জেরুজালেম অঞ্চলে ছড়িয়ে পড়ে।
অগ্নিনির্বাপণ ও উদ্ধার কমিশনার ইয়াল ক্যাসপি ঘোষণা করেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সতর্কতার স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, দমকলকর্মীরা জেরুজালেমের হাইওয়ে ১ যান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনসাধারণকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য রাস্তায় তাদের গাড়ি ফেলে রেখে পালিয়ে যাচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর প্রতিবেশী দেশ গ্রিস, ক্রোয়েশিয়া, ইতালি, সাইপ্রাস এবং বুলগেরিয়ার কাছে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। তবে রাত নামার আগে এই সহায়তা পৌঁছানোর সম্ভাবনা নেই।
ইউনাইটেড হাতজালাহ জানিয়েছে, তারা ৩০ জনেরও বেশি মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে, যারা হালকা থেকে মাঝারি ধোঁয়ায় আক্রান্ত হন। এদের মধ্যে কয়েকজনকে অক্সিজেন সহায়তা দেয়া হয়েছে। অবশ্য তাদের অধিকাংশকে হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি।
চলমান আগুনে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা মৃদু এবং একজনের অবস্থা মাঝারি।
মারিভের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ৩৬ বছর বয়সী একজন দগ্ধ ব্যক্তি, ৩৪ বছর বয়সী একজন নারী এবং প্রায় এক বছর বয়সী দুটি শিশু রয়েছে, যারা সবাই ধোয়ায় শ্বাসকষ্টে ভুগছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১১৯ জন দমকলকর্মী, ১০টি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ইসরাইলি বিমান বাহিনী এবং ইউনিট ৬৬৯ আগুন পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। উদ্ধারকর্মীরা ভারী ধোঁয়ায় আটকে পড়া যানবাহন থেকে নয়জনকে নিরাপদে উদ্ধার করেছেন। ঘটনাস্থলে তিনটি ব্যক্তিগত গাড়ি পুড়ে গেলেও সেখানে কেউ আটকে পড়েননি।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অগ্নিকাণ্ডের এলাকা পরিদর্শনে যাচ্ছেন।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এলাকায় তীব্র বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
সূত্র : জেরুসালেম পোস্ট