আর যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা লাগবে না ইসরাইলের

ভবিষ্যতে আর যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা লাগবে না বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমার বিশ্বাস, আগামীতে আমরা এমন পর্যায়ে উন্নীত হবো, যেখানে গেলে আর মার্কিন সহায়তার দরকার পড়বে না।

সোমবার (১২ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা নেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সূত্রটি ইসরাইলি দৈনিক মারিভ পত্রিকার সূত্রে আরো জানায়, ইসরাইলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক আলোচনা সভায় এই মন্তব্য করেন নেতানিয়াহু। আলোচনার প্রেক্ষাপটে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ত্যাগের বিষয়টি তুলে ধরেন।

তবে নেতানিয়াহু বা সংবাদপত্র কেউই এ বক্তব্যের পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করেনি। তার কথিত এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর বক্তব্য ইসরাইল-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, ইসরাইল তার উপসাগরীয় সফর নষ্ট করে দিতে পারে এবং এটি সমস্যার সৃষ্টি করছে। মঙ্গলবার থেকে তেলসমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে সফরের সময় ট্রাম্প চান, মধ্যপ্রাচ্য যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে মুক্তি পাক। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরাইল যদি কথা না শোনে, তাহলে ধুলোয় মিশিয়ে দেবেন।

এক সিনিয়র পশ্চিমা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, ‘নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে, তা খুবই তীব্র। ইসরাইল ইস্যুতে হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, সফরের আগেই কিছু সংবেদনশীল ইস্যু নেতানিয়াহুকে বিব্রত করছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের সাথে চলমান পারমাণবিক আলোচনা, যাকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি ‘এখন পর্যন্ত ভালো’ বলে উল্লেখ করেছেন।

সূত্র : আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top