বিশ্ব বই দিবস

আলমডাঙ্গায় ‘বিশ্ব বই দিবস’ উদযাপন

আলমডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশ্ব বই দিবস উদযাপিত হয়েছে। ইসলামিক কালচার সেন্টার ‘আবর্তন’ আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বই দিবস উপলক্ষে একটি আসরের আয়োজন করে।

এ সময় আসরে উপস্থিত পাঠক ও সুধীজনেরা বই সম্পর্কে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতিচারণা, বই পাঠের উপকারিতা ও প্রয়োজনীয়তা এবং দিবসটি উদযাপনের লক্ষ-উদ্দেশ্য ইত্যাদি বিষয় তুলে ধরে আলোচনা করেন।

শহরের আনন্দধাম এলাকায় কুমার নদের তীরে আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ইমদাদুল হক, মাহফিল উদ্দিন মানিক, নাদিউজ্জামান রিজভী, সনি মল্লিক, মুহাম্মদ আব্দুল্লাহ, সাদিব আল মাহমুদ প্রান্ত, আবু শুআইব শিমুল, আব্দুল্লাহ ইবতিসাম, সারজিল হাসান, আফনাব আহমাদ নাহিয়ান প্রমুখ।

বিশ্ব বই দিবস

উল্লেখ্য, বিশ্ব বই দিবসের মূল ধারণাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। তিনি তার ভাবগুরু ১৬১৬ সালের ২৩ এপ্রিল মৃত্যু বরণকারী বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেসের মৃত্যু দিনটি স্মরণীয় করে রাখতে ১৯২৩ সাল থেকে উক্ত দিবসটি বই দিবস হিসেবে পালন করা শুরু করেন।

ইউনেস্কো ১৯৯৫ সালে দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং পালন করতে শুরু করে। সেই থেকেই বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটিতে বইপড়ার অভ্যাস গড়ে তোলা, বইয়ের কপিরাইট সংরক্ষণ এবং বইয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে আরো সচেতন করার প্রতি জোর দেওয়া হয়ে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top