বাংলাদেশের প্রথিতযশা আলেম আল্লামা সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! শুক্রবার (২ এপ্রিল) মধ্যরাতে ইন্তেকাল করেন এই মনীষা ব্যক্তিত্ব।
আল্লামা সুলতান যওক নদভী ছিলেন হাজারো আলেম গড়ার কারিগর, বরেণ্য চিন্তক ও আরবি ভাষাচর্চার অগ্রনায়ক। তিনি ইমাম আবুল হাসান আলী নদভী রহ.-এর ঘনিষ্ঠ শিষ্য এবং তাঁর চিন্তাধারার যোগ্য ধারক ও বাহক। ঐতিহ্যবাহী আধুনিক দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল মা’আরিফ তার হাতে গড়া প্রতিষ্ঠান। বাংলাদেশে আরবি ভাষা ও ইসলামি জ্ঞানচর্চাকে তিনি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে ভূমিকা রেখেছেন।
আল্লামা সুলতান যওক নদভীর প্রতিষ্ঠান ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা ছাত্রদের মাধ্যমে তার বহুবিধ খেদমত এ দেশে যুগের পর যুগ জারি থাকুক। আল্লাহ তাকে রহমতের চাদরে আবৃত রাখুন। আমিন!