ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিক : জেলেনস্কির বিস্ফোরক দাবি

টুডেনিউজ বিডি ডটনেট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিস্ফোরক তথ্য প্রকাশ করে জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছে কমপক্ষে ১৫৫ জন চীনা নাগরিক।

কিয়েভে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কাছে এসব চীনা যোদ্ধার নাম ও পাসপোর্টের বিস্তারিত তথ্য রয়েছে।’ তবে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জেলেনস্কি বলেন, “’চীনা’ সমস্যাটি গুরুতর। নাম এবং পাসপোর্টের বিবরণসহ ১৫৫ জন লোক ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়াই করছে। আমরা বিশ্বাস করি, তাদের মধ্যে আরও অনেক লোক রয়েছে।”

তিনি আরও জানান, চীন থেকে সরাসরি আদেশ পাওয়া যাচ্ছে কিনা, তা তদন্ত করে দেখছে ইউক্রেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, রাশিয়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করে চীনা নাগরিকদের নিয়োগ দিচ্ছে এবং এই প্রচেষ্টার বিষয়ে চীনা কর্তৃপক্ষ অবগত রয়েছে বলেই তাদের বিশ্বাস।

এর আগের দিন, মঙ্গলবার, জেলেনস্কি জানান যে ইউক্রেনীয় সেনাবাহিনী ইউক্রেনের মাটিতে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে লড়াই করা দুই চীনা নাগরিককে আটক করেছে। যুদ্ধক্ষেত্রে চীনা যোদ্ধাদের সরাসরি জড়িত থাকার অভিযোগ এই প্রথমবার প্রকাশ্যে আনল ইউক্রেন। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বন্দি চীনা যোদ্ধাদের প্রসঙ্গ টেনে জেলেনস্কি বলেন, তিনি রাশিয়ায় আটক ইউক্রেনীয় সেনাদের মুক্তির বিনিময়ে এই দুই চীনা যুদ্ধবন্দীকে বিনিময় করতে প্রস্তুত।

এই প্রথমবার ইউক্রেন আনুষ্ঠানিকভাবে দাবি করল যে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি লড়ছে চীনা নাগরিকরা। যদিও বিষয়টি এখনো বেইজিং স্বীকার করেনি বা প্রতিক্রিয়া জানায়নি, তবে এই অভিযোগ চীন-ইউক্রেন সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করতে পারে।

প্রেসিডেন্ট জেলেনস্কির এই বক্তব্য শুধু ইউক্রেন যুদ্ধের ভৌগোলিক বিস্তৃতি নয়, বরং এতে জড়িয়ে পড়া বহুজাতিক অংশগ্রহণের ইঙ্গিতও দেয়। একইসঙ্গে এটি রাশিয়ার বৈশ্বিক মিত্রতার বিস্তার এবং সেই প্রেক্ষাপটে ইউক্রেনের কূটনৈতিক অবস্থানকে নতুনভাবে ভাবারও ইঙ্গিত দেয়।

সূত্র : আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top