টুডেনিউজ ডেস্ক
আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার খবর প্রকাশ করছে।
বাগদাদ-ভিত্তিক টেলিভিশন চ্যানেলটি কে এই হামলা চালিয়েছে, তা জানায়নি।
ইমাম আলী ঘাঁটিটি ইরাকের ধী কার গভর্নরেটে অবস্থিত, যা প্রাদেশিক রাজধানী নাসিরিয়া থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
সূত্র : আল জাজিরা