টুডেনিউজ বিডি ডটনেট
ইরাক-সিরিয়ার আইসিস নেতা আবু খাদিজা আবদুল্লাহ মাকি মুসলেহ আল-রিফাই নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি এই তথ্য নিশ্চিত করেছেন।
আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আল সুদানি বলেছেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক উগ্রবাদী আবু খাদিজা নিহত হয়েছেন। ইরাকি নিরাপত্তা বাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন জোটের সাথে লড়াইয়ের সময় তিনি নিহত হন।
এদিকে, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বৃহস্পতিবার (১৩ মার্চ) একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন। এটি পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর হবে। স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার তিন মাস পর সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন সিরিয়ার বিদ্রোহে নেতৃত্ব দেয়া এই নেতা।
বৃহস্পতিবার সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করার সময় আল-শারা বলেন, ‘এটি সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে বলে প্রত্যাশা করছি। এর মাধ্যমে আমরা নিপীড়নের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।’
অস্থায়ী সংবিধানের খসড়া সাত সদস্য-বিশিষ্ট কমিটির সদস্য আব্দুল হামিদ আল-আওয়াক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই অস্থায়ী সংবিধানে আগেকার সংবিধানের কিছু বিষয় রাখা হবে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে অবশ্যই মুসলিম হতে হবে এবং বিচার ব্যবস্থার প্রধান উৎস হবে ইসলামি আইন।
তবে সাংবিধানিক আইন বিশেষজ্ঞ ও তুরস্কের মার্দিন আর্তুকলু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল-আওয়াক বলেন, এই অস্থায়ী সংবিধানে এমন সংস্থান রয়েছে যা মত প্রকাশের এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তুলে ধরে। তিনি বলেন, সিরিয়ার এই নড়বড়ে রাজনৈতিক পরিস্থিতিতে সংবিধানটি ’সামাজিক নিরাপত্তা ও স্বাধীনতার মধ্যে ভারসাম্য’ আনবে।
স্থায়ী সংবিধানের জন্য একটি নতুন কমিটি গঠন করা হবে। তবে এটা স্পষ্ট নয় যে এতে সিরিয়ার রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগোষ্ঠীগত দলগুলোর অধিকতর অন্তর্ভুক্তি থাকবে কি না।
সংবিধানে বেশিভাগই অন্তর্বর্তীকালীন ন্যায়বিচারের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হবে, যার লক্ষ্য পূর্ববর্তী আল-আসাদ সরকারের অধীনে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা।
আল-আওয়াক যেকোনো অসুবিধা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে বলেন, অস্থায়ী সংবিধানের অধীনে নির্বাহী ক্ষমতা প্রেসিডেন্টের হাতে সীমাবদ্ধ থাকবে।
এর আগে, সোমবার আল-শারা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন কর্তৃপক্ষের সাথে এক যুগান্তকারী চুক্তিতে পৌঁছান। চুক্তিতে অস্ত্রবিরতি এবং তাদের সশস্ত্রবাহিনী ও সরকারের নিরাপত্তা সংস্থাগুলোকে একীভূত করা হয়েছে।
অন্তর্বর্তী সংবিধানের মূল লক্ষ্য দেশটির অন্তর্বর্তী অবস্থান থেকে রাজনৈতিক উত্তরণের জন্য একটি সময়সীমা নির্ধারণ করা। ডিসেম্বর মাসে আল-শারা বলেন, সিরিয়ার সংবিধান পুনর্লিখনে তিন বছর সময় লাগতে পারে এবং সব কিছু গুছিয়ে নির্বাচন অনুষ্ঠানে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
গত মাসে সিরিয়ায় জাতীয় সংলাপ সম্মেলন হওয়ার পর আল-শারা নতুন সংবিধান লেখার জন্য একটি কমিটি নিযুক্ত করেন। সম্মেলনে একটি অস্থায়ী সংবিধান ঘোষণা করার এবং অন্তর্বর্তী সংসদ নির্বাচনের আহ্বান জানানো হয়। সমালোচকরা বলেন, দ্রুত আয়োজিত এই সম্মেলনে সিরিয়ার জাতিগোষ্ঠী ও সাম্প্রদায়িক দলগুলো কিংবা নাগরিক সমাজের কোনো প্রতিনিধিত্ব ছিল না।
সূত্র : আল আরাবিয়া