ইরান, ইসরাইল, গবেষণাগার, বেন গুরিওন,

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ইসরাইলের ৯ গবেষণাগার, অপূরণীয় ক্ষতি

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের বেন গুরিওন বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয়টি গবেষণাগার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো অন্তত ৯টি গবেষণাগার। টাইমস অব ইসরায়েল একে “তেল আবিবের জন্য অপূরণীয় ক্ষতি” বলে উল্লেখ করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত ১৯ জুন সোরোকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ক্যাম্পাসে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, ফলে চিকিৎসা ও জীববিজ্ঞানের বহু গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প এক মুহূর্তে ধ্বংস হয়ে যায়।

হামলায় স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের শ্রেণিকক্ষ, গবেষণাগার ও ডিসেকশন রুম ছাড়াও মারকাস ফ্যামিলি ক্যাম্পাসের প্রায় ৩০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। আনুষ্ঠানিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারিত না হলেও, তা ১০ কোটি থেকে কয়েক শত কোটি শেকেল পর্যন্ত হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এছাড়া হামলায় বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক-কর্মচারী ও ৪৮ জন ছাত্রের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়। তাদের মধ্যে ৬৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ৪টি পরিবার ও কিছু কর্মচারীকে আপাতত বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আশ্রয় দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্লেষকদের মতে, এই ক্ষয়ক্ষতি কেবল বেন গুরিওন বিশ্ববিদ্যালয়ের নয়, বরং গোটা ইসরাইলি গবেষণা ক্ষেত্রের জন্য একটি বড় ধাক্কা, বিশেষ করে চিকিৎসা ও জীববিজ্ঞানে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top