ইরান, ইসরাইল, মাইক্রোসফট,

ইরানি হামলায় মাইক্রোসফট অফিস ক্ষতিগ্রস্ত, আহত ৬

টুডেনিউজ ডেস্ক

ইরানি হামলায় ইসরাইলকে এআই প্রযুক্তি দিয়ে সহযোগিতাকারী কোম্পানি মাইক্রোসফটের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছে।

শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার শেভার একটি রাস্তায় আগুন প্রজ্জ্বলিত হয়। এর কাছেই একটি টেক পার্কে মাইক্রোসফট অফিস অবস্থিত। এতে অফিস ক্ষতিগ্রস্থ হয়েছে এবং আটজন আহত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, এ ঘটনায় সেখানে একটি বড় ধরনের গর্ত সৃষ্টি হয়। এতে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সম্মুখভাগ ভেঙে যায় এবং আরো বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়।

ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কান-এর ফুটেজে দেখা যাচ্ছে যে গাড়িগুলো আগুনে পুড়ে যাচ্ছে, ধোঁয়ার ঘন কুণ্ডলী এবং অ্যাপার্টমেন্ট ভবনগুলোর ভাঙা জানালা দেখা যাচ্ছে।

প্যারামেডিক শাফির বটনার বলেছেন, ‘আমাদের একটি ভবনের পাশে সরাসরি আঘাত হানা হয়েছে। এখানে ক্ষতি বেশ (বিস্তৃত)।

বোটনারের মতে, বিস্ফোরণে কমপক্ষে ছয়জন হালকা আহত হয়েছেন। তবে অ্যাপার্টমেন্টগুলোতে এখনো হতাহতদের অনুসন্ধান করা হচ্ছে।

সূত্র : সিএনএন, রয়টার্স, আল আরাবিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top