টুডেনিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় গুরুতর কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন কোম এলাকার সংসদ সদস্য মানান রাইসি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীতে বাস্তব পরিস্থিতি অনেকটাই ভিন্ন।
তাসনিম বার্তা সংস্থার খবরে জানানো হয়, রাইসি বলেন, ‘সঠিক তথ্যের ভিত্তিতে আমি বলছি যে, মিথ্যাবাদী মার্কিন প্রেসিডেন্টের দাবির বিপরীতে ফোরদো পারমাণবিক স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। যা ক্ষতিগ্রস্ত হয়েছে তার বেশিরভাগই কেবল মাটির উপরিভাগে ছিল, যা পুনরুদ্ধার করা যেতে পারে।’
তিনি জানান, ফোরদো একটি ভূগর্ভস্থ স্থাপনা এবং হামলাটি স্থাপনাটির উপরের দিকে সীমাবদ্ধ ছিল। ফলে গুরুত্বপূর্ণ অংশ অক্ষত আছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, রাইসি ইরানি কর্তৃপক্ষের পূর্ববর্তী মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করে বলেন, মার্কিন হামলার পর তেজস্ক্রিয় কোনো পদার্থের ফাঁস সনাক্ত করা হয়নি, যা ইঙ্গিত করে যে স্থাপনাটি কার্যকরভাবে সুরক্ষিত ছিল।
এই বক্তব্য ট্রাম্পের আগের দাবির বিরোধিতা করে এসেছে। ট্রাম্প দাবি করেছিলেন, “ফোরদো সম্পূর্ণ ধ্বংস হয়েছে” এবং এক পোস্টে সংক্ষেপে লিখেছিলেন, “ফোরদো ইজ গন।” তবে ইরানি সংসদ সদস্যের মন্তব্যে ফোরদোর স্থিতি নিয়ে ভিন্ন চিত্র ফুটে উঠেছে।
সূত্র : আল জাজিরা