টুডেনিউজ ডেস্ক
ইরানের উপর ইসরাইলের বিমান হামলা এখনও অব্যাহত রয়েছে। ইরানের বিভিন্ন শহর, বিশেষ করে রাজধানী তেহরানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সোমবার রাতেও বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠেছে রাজধানীসহ বেশ কয়েকটি এলাকা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনও যুদ্ধবিরতির চুক্তি হয়নি। তিনি বলেন, “আমি নিশ্চিত করতে পারছি না যে এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো গেছে কিনা।”
অতীতের বিবৃতির বরাতে জানা গেছে, ইরানি কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যতক্ষণ ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে, ততক্ষণ তারা (ইরান) প্রতিক্রিয়া জানানো অব্যাহত রাখবে।
সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এ পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে।
সূত্র : আল জাজিরা