মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল যুদ্ধের উত্তেজনা বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর থেকে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ।
জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, সোমবার সকালে এই ক্যারিয়ারটি দক্ষিণ চীন সাগর ত্যাগ করেছে।
এর আগে এই সপ্তাহের শেষদিকে রণতরীটির ভিয়েতনামের দানাং শহর সফরের কথা ছিল। তবে ২০ জুনের জন্য নির্ধারিত একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে একজন কূটনীতিকসহ দু’টি সূত্র।
একটি সূত্র জানায়, হ্যানয়ের মার্কিন দূতাবাস ‘জরুরি অপারেশনাল প্রয়োজনীয়তা’ দেখিয়ে সফরের ওই আনুষ্ঠানিকতা বাতিলের কথা জানায়।
এ বিষয়ে রয়টার্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের ওয়েবসাইট অনুযায়ী, ইউএসএস নিমিৎজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সম্প্রতি দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে। এ ধরনের তৎপরতা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ বলে জানানো হয়েছে।
মেরিন ট্র্যাফিকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকালে ইউএসএস নিমিৎজ মধ্যপ্রাচ্যের দিকে পশ্চিমমুখী যাত্রা শুরু করেছে, যেখানে ইসরায়েল-ইরান সঙ্ঘাত নতুন মাত্রা পেয়েছে।
সূত্র : আল আরাবিয়া