টুডেনিউজ ডেস্ক
ইরানের সামনে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে চ্যালেঞ্জ করা ছাড়া যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার মতো আর কোনো বিকল্প নেই। কারণ, ইরানের কাছে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে না।
আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্ট স্টাডিজ পরিচালক স্টিফেন জুনেস এমন মন্তব্য করেন।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা করতো, তাহলে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যেতো না।
জুনেস যুক্তি দেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি শুধু এতটুকু যে এই অঞ্চলে মার্কিন স্বার্থকে চ্যালেঞ্জ করার মতো শক্তির আবির্ভাব ঘটবে। যুক্তরাষ্ট্রের জন্য এর চেয়ে কোনো বড় হুমকি নেই।
ট্রাম্প কেন এখন ইরানে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন, জানতে চাইলে জুনেস উত্তর দিয়েছিলেন, আমার মনে হয় তিনি কিছুদিন ধরেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চাইছেন।
তিনি আরো বলেন যে এটি ‘স্পষ্টতই’ ট্রাম্পের প্রচারণার বিপরীত। তবে এতে এত অবাক হওয়ার কিছু নয়। কারণ রিপাবলিকান প্রেসিডেন্ট বিদেশী এবং অভ্যন্তরীণ উভয় বিষয়ে ‘বিভিন্ন প্রচারণার প্রতিশ্রুতিই ভঙ্গ করেছেন।’
সূত্র : আল জাজিরা