ইরান-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) শহরের বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে।
এক এক্সবার্তায় নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ‘আমরা ইরানে উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছি।’ পোস্টে আরো বলা হয়, ‘প্রচুর সতর্কতার কারণে, আমরা এনওয়াইসিজুড়ে ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থানে অতিরিক্ত সংস্থান মোতায়েন করছি এবং আমাদের ফেডারেল অংশীদারদের সাথে সমন্বয় করছি।’
৮০ লক্ষেরও বেশি বাসিন্দার এই শহরকে নিরাপত্তা সেবা দেয়া এনওয়াইপিডি জানায়, ‘আমরা এনওয়াইসি-তে সম্ভাব্য প্রভাবের জন্য নজরদারি চালিয়ে যাব।’
নিউ ইয়র্ক শহরে বহু জাতি-ধর্মের মানুষের বসবাস এবং একাধিক বিদেশি কনস্যুলেট ও কূটনৈতিক স্থাপনা থাকায় আন্তর্জাতিক উত্তেজনার সময় সাধারণত বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হুমকি বা ঘটনার কথা পুলিশ উল্লেখ করেনি।
সূত্র : আল জাজিরা