রয়টার্সের খবরে জানা গেছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরানি কর্মকর্তাদের সাথে এক ফোনালাপে ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সঙ্ঘাতে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে তেহরানের সম্মতি নিশ্চিত করেছেন।
রয়টার্স এক নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরের সঙ্গে এক ফোনালাপে বলেন যে ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এরপর তিনি তেহরানকেও চুক্তিতে সম্মত করতে দোহার সাহায্য চান।
এই সংলাপের ফলাফল হিসেবে, কাতারের প্রধানমন্ত্রী ইরানি পক্ষের সাথে যোগাযোগ করে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতির বার্তা যুক্তরাষ্ট্রকে জানান।
রয়টার্স জানায়, সোমবার রাতে কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এই সম্মতি আসে। হামলার প্রতিক্রিয়ায় তাত্ক্ষণিক উত্তেজনা ছড়ালেও, পরে যুদ্ধবিরতির দিকেই পরিস্থিতি গড়াতে থাকে।
এই তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে কাতার আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এখনো ইসরায়েল বা ইরান আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেনি।
সূত্র : আল জাজিরা




