ইরান, ইসরাইল, যুক্তরাষ্ট্র,

ইরান যুদ্ধের ফলাফল নিয়ে যা ভাবছে ইসরাইলিরা

ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধের ফলাফল নিয়ে বিভক্ত মত পোষণ করছেন ইসরাইলের নাগরিকরা। শুক্রবার ইসরাইলি দৈনিক ম্যারিভ প্রকাশিত এক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক ইসরাইলি মনে করেন, তেল আবিব ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরিপূর্ণ বিজয় অর্জন করতে পারেনি।

বেসরকারি গবেষণা সংস্থা লাজার ইনস্টিটিউট পরিচালিত ৫০১ জন ইসরাইলিকে নিয়ে করা এই নমুনা জরিপে ৪৯ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, ইসরাইল যুদ্ধ জিততে না পারলেও কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

অন্যদিকে, ৩০ শতাংশ জরিপভুক্ত ব্যক্তি যুদ্ধকে ইসরাইলের জন্য ‘স্পষ্ট বিজয়’ হিসেবে অভিহিত করেছেন। ১৬ শতাংশের মতে, যুদ্ধের ফলাফল ছিল কেবল আংশিক সফলতা, আর ৫ শতাংশ কোনো মন্তব্য করতে রাজি হননি বা জানেন না বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৩ জুন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরাইল ইরানের বিরুদ্ধে ১২ দিনের সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো এবং উচ্চপদস্থ সামরিক নেতা ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করা হয়।

জবাবে ইরান ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ইসরাইলের সামরিক ও গোয়েন্দা সদর দফতরগুলোর উপর পাল্টা হামলা চালায়। ইরানি হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়ার পর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। জবাবে তেহরান কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ ঘাঁটিতে বোমা হামলা করে।

অবশেষে ২৪ জুন ওয়াশিংটনের মধ্যস্থতায় তেহরান ও তেল আবিবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

সূত্র : আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top