ইসকন নেতা চিন্ময় দাসের রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের পর জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। জামিন স্থগিতের কারণ হিসেবে হাইকোর্টের রায়ের অনুলিপি প্রকাশ ও নিয়মিত লিভ টু আপিল না হওয়াকে উল্লেখ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া।
এর আগে ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট চিন্ময় দাসকে জামিন বিষয়ে রুল জারি করেছিলেন।