গুপ্তচরবৃত্তি ও পারস্পরিক অভিযোগের মধ্য দিয়ে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করছে। সাম্প্রতিক কয়েক ঘণ্টায় উভয় পক্ষই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে, যার মধ্যে রয়েছে ড্রোন জব্দ, মৃত্যুদণ্ড কার্যকর ও সাইবার অভিযানের অভিযোগ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরানে ১০ হাজারের বেশি ছোট ড্রোন পাওয়া গেছে, যা ইসরাইলি এজেন্টরা গুপ্তচরবৃত্তি ও নাশকতার উদ্দেশ্যে ব্যবহার করে আসছিল। উত্তর-পশ্চিম তেহরানের পাহাড়ি এলাকা থেকে ড্রোন উৎক্ষেপণের সাথে জড়িত একটি নেটওয়ার্কও আটক করা হয়েছে। ড্রোনবোঝাই একটি ট্রাকও জব্দ করা হয়েছে, যেটি দেশের অভ্যন্তরে হামলা ও গোয়েন্দা কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে ইরানি পুলিশ।
তাসনিম নিউজ এজেন্সি জানায়, গ্রেফতারদের একজনকে সরাসরি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং রাজধানীর পশ্চিমাঞ্চল থেকে তাকে আটক করা হয়েছে। এছাড়া লোরেস্তান প্রদেশে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরো ১০ জনকে গ্রেফতার করেছে দেশটির বিচার বিভাগ।
সোমবার যুদ্ধের একাদশ দিনে ইরান ঘোষণা করে যে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ সম্পর্কে বলা হয়েছে, তিনি মোসাদের সাথে যুক্ত এবং লন্ডনভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলের সাথে সহযোগিতায় জড়িত ছিলেন। উল্লেখ্য, ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের সময় ইরান সরকার চ্যানেলটিকে ‘উগ্রবাদী সংগঠন’ হিসেবে ঘোষণা করে এবং ইসরাইলের সাথে সংশ্লিষ্ট বলে অভিহিত করে।
অন্যদিকে ইসরাইলি পুলিশ ও শিন বেট নিরাপত্তা সংস্থা তেল আবিবে ইরানের পক্ষে কাজ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে। এছাড়া হাইফা থেকেও একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তি সরকারি কর্মকর্তাদের বাসা ও সামরিক ঘাঁটির ছবি তুলেছে, নির্দিষ্ট স্লোগান লিখেছে এবং এসব কার্যক্রমের বিনিময়ে ইরান থেকে ডিজিটাল মুদ্রার মাধ্যমে হাজার হাজার ডলার পেয়েছে।
এই ঘটনাগুলো ঘটছে এমন এক সময়, যখন দুই দেশের মধ্যে সাইবার হামলা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসহ সঙ্ঘাত ক্রমেই ঘনীভূত হচ্ছে। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, ইরান-ইসরাইল এই সঙ্ঘাত আরো বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যের নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।
সূত্র : আল জাজিরা