টুডেনিউজ ডেস্ক
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে একটি অতর্কিত হামলায় ইসরাইলি সেনাবাহিনীর অন্তত তিনজন সৈন্য নিহত হয়েছে। এছাড়া আরো ১৫ জনের বেশি সেনা আহত হয়েছে। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় একটি ইসরাইলি ইঞ্জিনিয়ারিং কর্পসের সাঁজোয়া কর্মী বাহক লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং এতে আগুন ধরে যায়। আহত সৈন্যদের দ্রুততার সাথে সামরিক হেলিকপ্টারে করে তেল আবিবের তেল হাশোমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রগুলো আরো জানিয়েছে, হামলার পর এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন সৈন্য। তাদের জীবনের শঙ্কা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই হামলার প্রেক্ষিতে ইসরাইলি বাহিনী এলাকাটিতে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
সূত্র : আল জাজিরা