তেহরানে ইসরাইলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার ডেপুটি নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
রবিবার তেহরানে ইসরাইলের চালানো হামলার অংশ হিসেবে এই দুই শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে ইরানের সরকার বা আইআরজিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
তেহরানে ইসরাইলি হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
সূত্র : তাসনিম নিউজ এজেন্সি, মিডল ইস্ট আই