ইরান, ইসরাইল, ইরানে ইসরাইলের হামলা, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু আলোচনা,

ইসরাইলি হামলায় ইরানে দশম পরমাণু বিজ্ঞানীর মৃত্যু নিশ্চিত

টুডে ডেস্ক

ইরান সরকার নিশ্চিত করেছে, ইসরাইলি হামলায় দেশটির আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এতে মৃত পরমাণু বিজ্ঞানীর সংখ্যা বেড়ে ১০-এ দাঁড়িয়েছে।

নিহত বিজ্ঞানীর নাম ইসার তাবাতাবেই ঘোমশেহ। তিনি তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের নিউজলেটারে জানানো হয়, গত সপ্তাহের শেষ দিকে নিজ বাড়িতে স্ত্রী মানসুরেহ হাজিসালেমের সঙ্গে তিনি নিহত হন।

এর আগে ইরান আরও নয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছিল। নিহতদের মধ্যে আছেন পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি এবং ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মেহেদী তেহরানচি। তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের তিনজন একাডেমিক কর্মীও নিহত হয়েছেন—আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদ রেজা জোলফাগারি ও আমিরহোসেন ফেঘি।

অন্য নিহত বিজ্ঞানীরা হলেন আকবর মোতালেবিজাদেহ, আলী বাকি করিমি, মনসুর আসগারি এবং সাইদ বোরজি।

ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, ‘অপারেশন নার্নিয়া’ নামে একটি গোপন অভিযানে ইসরাইল প্রথমে নয়জন বিজ্ঞানীকে একযোগে এবং পরবর্তীতে আরেকজনকে হত্যা করেছে।

সূত্র : বিবিসি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top