টুডেনিউজ ডেস্ক
ইরান হাইফা ও তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। বিভিন্ন চিকিৎসাকর্মী ও গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ইরান এই জবাবি হামলা চালায়। এর আগে ইরানে বিমান হামলা চালিয়ে ইসরাইল তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। এছাড়া তখন তারা ইরানের বিভিন্ন বেসামরিক ও জ্বালানি অবকাঠামোও লক্ষ্যবস্তু করেছিল।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের হামলার লক্ষ্য ছিল ইরানি সরকারের পারমাণবিক অস্ত্র প্রকল্পের বিভিন্ন স্থাপনা। তবে এর জবাবে ইরানের পাল্টা হামলায় যুদ্ধটি আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ে, যার মধ্যে রয়েছে বড় শহর হাইফা এবং তেল আবিব।
এই পাল্টাপাল্টি হামলার ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থা অস্থির ও অনিশ্চিত। আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।
এখন পর্যন্ত কোন পক্ষই সরাসরি যুদ্ধ ঘোষণা করেনি। তবে ক্রমাগত পাল্টা আঘাতে উভয় দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা বেড়েছে। পরিস্থিতির অগ্রগতি নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক বা সামরিক পদক্ষেপের উপর।
সূত্র : আল জাজিরা ও অন্যান্য