দুই মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলি অবরোধ এবং সাহায্য প্রবেশে বাধার ফলে গাজা সরকার শুক্রবার এক বিবৃতিতে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এই অবরোধ ৬৫ হাজারেরও বেশি শিশুর জীবন হুমকির মুখে ফেলেছে।
গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস জানায়, ‘ইসরাইল এমন একটি দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করছে, যা বেসামরিক জনগণকে হত্যা করছে। তারা ক্রসিং বন্ধ করে ৩৯ হাজার সাহায্য, জ্বালানি ও ওষুধবাহী ট্রাকের প্রবেশ ঠেকিয়ে ২৪ লাখেরও বেশি মানুষকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে টার্গেট করছে।’
বিবৃতিতে আরো জানানো হয়, গত ৪০ দিন ধরে গাজার সব বেকারি বন্ধ থাকায় রুটির মতো মৌলিক খাদ্যদ্রব্যও নাগরিকদের নাগালের বাইরে। এতে দুর্ভিক্ষ ও অপুষ্টি চরমে পৌঁছেছে। বিশেষ করে শিশু, অসুস্থ ও বৃদ্ধদের বড় ধরনের সঙ্কটে ফেলেছে।
বলা হয়, ইসরাইল বেসামরিকদের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ফলে খাদ্য ঘাটতি ও অপুষ্টিজনিত কারণে ৬৫ হাজারের বেশি শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, চলমান গণহত্যা ও সহিংসতার মধ্যে ৭০ দিন ধরে ক্রসিং সম্পূর্ণ বন্ধ রাখায় মানবিক ও স্বাস্থ্য সংকট আরো ভয়াবহ আকার ধারণ করেছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর