ইসরাইলের তৈরি ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তারা।
পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভারতীয় ড্রোন অনুপ্রবেশের একাধিক প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে। সফট-কিল (কারিগরি) ও হার্ড-কিল (অস্ত্র) পদ্ধতিতে এখন পর্যন্ত ইসরাইলের তৈরি ২৫টি হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে।
তাদের মতে, ধ্বংস হওয়া এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে।
সূত্র : বিবিসি