টুডে ডেস্ক
সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা ভবিষ্যতে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়তে রাজি আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৪ মে) সৌদি থেকে কাতার যাওয়ার পথে বিমানে ট্রাম্প সাংবাদিকদের জানান, ‘আমি সারাকে বলেছি যে আপনারা যখন প্রস্তুত থাকবেন তখন আব্রাহাম চুক্তিতে যোগ দেবেন। সারা হ্যাঁ বলেছেন।’
এর আগে ২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করে আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এবার ট্রাম্প সিরিয়া ও সৌদিসহ আরো দেশের সাথে সম্পর্ক স্থাপনে কাজ করছেন।
রিয়াদে মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে ট্রাম্প ও সারার মধ্যে ৩৩ মিনিটের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ট্রাম্প সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি সিরিয়া থেকে ফিলিস্তিনি যোদ্ধা ও বিদেশী ‘উগ্রবাদী’দের বের করে দিতে অনুরোধ করেন।
সূত্র : দ্য গার্ডিয়ান




