ইসরাইলে একসাথে ২৫ মিসাইল ছুড়েছে ইরান। এই মিসাইলগুলো হাইফা, জেরুসালেম ও বিয়ারশেবাসহ ইসরাইলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরাইলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, নতুন ধাপে ইরান অনেক শক্তিশালী মিসাইল নিক্ষেপ করেছে। এতে কেবল হাইফা নগরীতেই এখন পর্যন্ত ১৭ জনের আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে টেলিগ্রামে এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তাদের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, হাইফায় যেই ভবনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সেটি ছিল একটি ‘সংবেদনশীল ইসরায়েলি সরকারী কমপ্লেক্স।’
এই ঘটনাগুলোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর ও আল জাজিরা