তীব্র দাবানলে পুড়ছে ইসরাইল। এরই মাঝে গাজায় অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (৩ মে) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ায় ইসরাইল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক অভিযান সম্প্রসারণের অনুমোদন দিয়েছেন। ফলে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হাজার হাজার রিজার্ভ সেনা ডাকার প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার চ্যানেল ১২, ওয়াইনেট, কানসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহু বৃহস্পতিবার একটি নিরাপত্তা বৈঠকে পরিকল্পিত আক্রমণ পর্যালোচনা করেন, যার জন্য ব্যাপক সৈন্য সমাবেশ প্রয়োজন হবে। রোববার মন্ত্রিসভা বৈঠকে ওই পরিকল্পনা অনুমোদনের জন্য ভোট হওয়ার কথা রয়েছে।
এদিকে, দুই মাসের বেশি সময় ধরে চলমান অবরোধের ফলে গাজায় মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে। জাতিসঙ্ঘ, রেড ক্রস ও অন্যান্য সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজা এখন খাদ্য, পানি ও চিকিৎসার মারাত্মক সঙ্কটে পড়েছে।
হামাস দাবি করেছে যে যুদ্ধবিরতি কেবল ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতির ওপরই নির্ভর করবে। নেতানিয়াহু এই শর্ত প্রত্যাখ্যান করেছেন।
অন্যদিকে, ইসরাইল মিসরের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। অবরোধের কারণে এখন গাজায় সাহায্য কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল ও রেড ক্রস।
জাতিসঙ্ঘ বলছে, খাদ্যের মজুদ শেষ হয়ে আসছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে হাজারো মানুষের মৃত্যু অনিবার্য।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।
সূত্র : টাইমস অফ ইসরাইল




