টুডেনিউজ ডেস্ক
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে ইসরায়েলের বিভিন্ন শহরে হতাহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ খবরে জানা গেছে, হাইফা শহরের একটি ব্যারেজে আটকা পড়া তিনজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এই তিনজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে ইসরায়েলি উদ্ধারকারীরা। ফলে শুধু হাইফার ওই ব্যারেজেই মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট জনে।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বেশ কয়েকটি আবাসিক ভবন, জ্বালানি স্থাপনা ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রেও ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলার পর ইসরায়েলের হাইফা, তেল আবিব এবং আশদোদের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে জরুরি সেবা ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড় লেগে আছে, এবং জরুরি রক্তের সংকট দেখা দিয়েছে।
উল্লেখ্য, ইরানের এই হামলাকে “প্রতিরোধমূলক প্রতিশোধ” হিসেবে দেখছে তেহরান, বিশেষ করে তেল আবিবে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কেন্দ্রগুলোতে ইরানপন্থী কমান্ডারদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে আরও জটিল করে তুলছে এবং বেসামরিক জনগণের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং একটি কূটনৈতিক সমাধানের মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে। তবে মাঠপর্যায়ে এখনো পাল্টাপাল্টি হুমকি ও হামলা অব্যাহত রয়েছে।
সূত্র : নিউজ ১২




