গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত এবং ২৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ ছাড়া, উদ্ধারকারী দলগুলো গত দুই দিনে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও সাতটি মৃতদেহ উদ্ধার করেছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট ৫২,৪৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৮,৩৬৬ জনে।
এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত রয়েছে ১৮ মার্চ ইসরাইল উপত্যকায় যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে নিহত অন্তত ২,৩৯৬ জন এবং আহত ৬,৩২৫ জন।
সূত্র : মিডল ইস্ট আই