ইসলামী দলগুলোকে থিঙ্ক ট্যাঙ্ক তৈরির আহ্বান জানিয়েছে চিন্তাবিদ আলেম ও ইসলামী অর্থনীতিবিদ মুফতি আব্দুল্লাহ মাসুম।
বুধবার নিজের এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, বহু আগে থেকে বলে আসছি যে প্রতিটি ইসলামী রাজনৈতিক দলের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক টাইপের গবেষণা সেল থাকা জরুরি। যারা তাদের কর্মপন্থায়, টকশো, লেখালেখি, বক্তব্য, বিবৃতি, পরামর্শ ইত্যাদি কাজে বুদ্ধিদীপ্ত অবস্থান বজায় রাখবে।’
উল্লেখ্য, সরকার নিবন্ধিত অনেকগুলো ইসলামী দল রয়েছে। তবে তাদের কার্যক্রমে অন্য রাজনৈতিক দলগুলোর মতো শৃঙ্খলার ঘাটতি রয়েছে। সেগুলোতে থেকে উত্তোরণে গুণিজনেরা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে আসছেন।