টুডেনিউজ বিডি ডটনেট
ভারতের সবচেয়ে বড় রাজ্য এবং মুসলিম জনসংখ্যার দিক থেকেও শীর্ষে থাকা উত্তরপ্রদেশে বিতর্কিত ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার। রাজ্যের রাজস্ব দফতরের তথ্য অনুযায়ী, মাত্র ২৯৬৩টি ওয়াকফ সম্পত্তি সরকারি নথিভুক্ত হলেও, বাস্তবে এই সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজারের বেশি।
সরকারি কর্মকর্তারা দাবি করছেন, এই বিপুল সংখ্যক সম্পত্তি বেআইনিভাবে ওয়াকফ হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা তাদের অঞ্চলে ‘অবৈধভাবে ওয়াকফ ঘোষিত’ সম্পত্তিগুলিকে চিহ্নিত করে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়।
বিশেষভাবে মুসলিম-অধ্যুষিত বরাবাঁকি, সাহারানপুর, রামপুর, মুজফফরনগরের মতো এলাকায় এই অভিযান আরও তীব্রভাবে চালানো হচ্ছে বলে জানা গেছে। এই এলাকাগুলোতেই সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে এবং সেগুলোকেই ‘সরকারি জমি থেকে বেআইনিভাবে দখল করে ওয়াকফ ঘোষণার’ আওতায় দেখা হচ্ছে।
সম্প্রতি এই সংক্রান্ত এক ঘটনায় মুজফফরনগরের সারওয়াত গ্রামে জুম্মার নামাজের সময় প্রতিবাদ স্বরূপ কালো ব্যান্ড পরেছিলেন স্থানীয় মুসলিম বাসিন্দারা। কিন্তু এই শান্তিপূর্ণ প্রতীকী প্রতিবাদের পরই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তিন শতাধিক গ্রামবাসীকে নোটিশ পাঠিয়ে মাথাপিছু দুই লক্ষ রুপি করে জরিমানার নির্দেশ দেওয়া হয়।
মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে ‘দমনমূলক’ ও ‘অসাংবিধানিক’ বলে আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে। সংগঠনগুলোর মতে, শান্তিপূর্ণ প্রতিবাদে এই ধরনের কঠোরতা সরকারের পক্ষ থেকে ধর্মীয় সংখ্যালঘুদের কণ্ঠরোধ করার একটি স্পষ্ট উদাহরণ।
সূত্র : বিবিসি