মৌলভীবাজারে সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে বৃহস্পতিবার ভারত অন্তত ৭৭ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে। বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত, কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত এবং শ্রীমঙ্গল উপজেলার জামবুরাছড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। এদেরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটোন্যান্ট কর্নেল আরিফুল হক চৌধুরী বলেছেন, পাল্লাথল বিওপির একটি টহল দল পাহাড়ি সীমান্ত এলাকায় কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে। আটকদের মধ্যে ১৮ শিশু, ১৫ জন নারী ও ১৫ জন পুরুষ। জিজ্ঞাসাবাদের সময় আটক মানুষরা বিজিবিকে জানায়, তাদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায়। তারা জীবিকার সন্ধানে বা চিকিৎসা করাতে বিভিন্ন সময় কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তারা ভারতের হরিয়ানা, নয়াদিল্লিসহ বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।
শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের জামবুরাছড়া সীমান্ত দিয়ে আরো ২৩ জনকে বাংলাদেশে পাঠানো হয়। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : ডয়চে ভেলে