আওয়ামী লীগ

এখনই রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাতদের

ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এতে আনন্দে মেতে উঠেছেন রাজপথের জনতা। তবে তাদেরকে এখনই রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনের নেতারা।

শনিবার রাতে পৌনে ১২টার দিকে দেয়া ফেসবুকের এক পোস্টে ওই আহ্বান জানান জুলাইয়ের অন্যতম যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ।

তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো। সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না।’

উল্লেখ্য, উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং ট্রাইবুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির সকল কার্যক্রম, সাইবার স্পেসসহ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top