এবার আরজাবাদ মাদরাসার শায়খুল হাদিস হলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক

টুডেনিউজ বিডি ডটনেট

রাজধানীর প্রখ্যাত আলেম ও দীর্ঘদিনের শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবার জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে শায়খুল হাদিস হিসেবে যুক্ত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমান শায়খুল হাদিস মুফতি তাজুল ইসলাম শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাই প্রবীণ আলেম মাওলানা উবায়দুল্লাহ ফারুককেও বুখারি শরিফের দরসের দায়িত্ব দেওয়া হয়েছে। উভয়ে একসঙ্গে শায়খুল হাদিসের দায়িত্ব পালন করবেন।

বারিধারার জামিয়া মাদানিয়া থেকে বিদায়ের পর মাওলানা ফারুক উত্তরা, কেরানীগঞ্জ, রামপুরা, বাউনিয়াবাঁধ ও মাহমুদনগরের একাধিক মাদরাসায় হাদিসের দরস দিয়ে আসছেন। সর্বশেষ তিনি উত্তরা জামিয়াতুন নুর আল-কাসিমিয়্যায় স্থায়ীভাবে শায়খুল হাদিস হিসেবে নিয়োগ পান।

তাঁর আরজাবাদে যুক্ত হওয়াকে ঘিরে আলেমসমাজে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top