গাজায় যুদ্ধ সম্প্রসারণের নির্দেশ দেয়ায় তীব্রতম প্রতিরোধের মুখে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার রাতে তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান হাজার হাজার ইসরাইলি। তাদের নেতৃত্ব দিয়েছে হামাসের হাতে বন্দী থাকা ইসরাইলিদের পরিবার।
আল জাজিরার খবরে বলা হয়েছে, নেতানিয়াহু গাজা যুদ্ধের সম্প্রসার অব্যাহত রাখায় ক্রমাগত চাপের মুখোমুখি হলেও এবার ভিন্ন রকম প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন। বিক্ষোভকারীরা স্পষ্টভাবে সরকারকে আহ্বান জানান, গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে তারা যেন বন্দীদের মুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। অনেকেই প্ল্যাকার্ড ও ব্যানার হাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন এবং অবিলম্বে একটি বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে তাদের প্রিয়জনদের মুক্তির দাবি জানান।
যদিও এই প্রতিবাদগুলো নিয়মিতভাবে সংঘটিত হচ্ছে এবং এতে অংশগ্রহণকারীরা সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দিচ্ছেন, তবুও ইসরাইলি সমাজের বৃহৎ একটি অংশ এখনো যুদ্ধকেই সমর্থন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশিষ্ট ইসরাইলি সাংবাদিক গিডিয়ন লেভি আল জাজিরাকে জানান, ‘এটি সেই পুরনো বিক্ষোভ, যথেষ্ট সাহসী এবং নিবেদিতপ্রাণ। কিন্তু নেতানিয়াহুর জোট সরকারকে প্রভাবিত করার মতো শক্তিশালী নয়।’ তিনি আরো বলেন, ‘ইসরাইলি সমাজের একটি বড় অংশ এখনো গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষেই রয়েছে।’
এই প্রতিবাদগুলো ইসরাইলের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এক গভীর বিভাজনের চিত্র তুলে ধরছে। যেখানে একদিকে বন্দীদের মুক্তির জন্য মানবিক দাবিগুলো জোরালো হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক নেতৃত্ব যুদ্ধের কৌশলগত পথেই অটল থাকছে।
সূত্র : আল জাজিরা