মোদি

ওদিক থেকে গুলি চললে, এদিক থেকে গোলা চলবে : মোদি

পাকিস্তান গুলি চালালে ভারতের পক্ষ থেকে গোলা ছোড়া হবে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১১ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, মোদি ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, ‘ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা।’ এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন ভারত-পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে এবং যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে।

এর আগে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে পাকিস্তান ‘বুনইয়ানুম মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযান শুরু করে। উভয় দেশই অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে, যদিও কিছু হামলায় ক্ষয়-ক্ষতির বিষয় স্বীকার করা হয়েছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুদ্ধ এড়াতে সোমবার (১২ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। বেলা ১২টায় দুই দেশের ডিজিএমও পর্যায়ে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। ভারতের পক্ষ থেকে ইতোমধ্যে একটি হটলাইন বার্তা পাকিস্তানে পাঠানো হয়েছে।

সূত্র : এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top