ভারত শাসিত কাশ্মিরকে ইসরাইলের পথ ধরে গাজায় পরিণত করে চলেছে দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার। শনিবার (২৬ এপ্রিল) এক এক্সবার্তায় এমন মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগের সিনেটর ইরফান সিদ্দিকী।
তিনি আরো বলেন, ভারত এখন বৃহত্তর গণতন্ত্রের দেশ নয়। বরং ভারত এখন পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম নিধন কসাইখানা।
পাকিস্তানি এই সিনেটর বলেন, ইসরাইল প্রদর্শিত পথে চলে নরেন্দ্র মোদি কাশ্মিরকে আরেক গাজা ও ফিলিস্তিনে পরিণত করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, ভারত পাকিস্তানকে সিন্ধু পানি চুক্তি বাতিলের হুমকি দিচ্ছে। কিন্তু ভারতের মনে রাখা উচিৎ যে আমাদের নদীগুলোর মুখে বাঁধ দিতে যদি কোনো ইট দেয়া হয়, তাহলে আমরা সেটির জবাব পাথর দিয়ে দেব। সুতরাং এমন পদক্ষেপ নিলে এর প্রতিক্রিয়া তেমনই হবে, যেভাবে ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু হলে দেখানো হবে।
পাকিস্তান ও ভারতের মধ্যে কতটি যুদ্ধ হয়েছে, কারা জিতেছে?
বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করতে চায় পাকিস্তান
ভারত কি পাকিস্তানে নদীর পানি প্রবাহ আটকাতে পারবে?
কাশ্মিরের পেহেলগামে হামলা নিয়ে বড় বার্তা নরেন্দ্র মোদির
সূত্র : এক্সপ্রেস নিউজ