ভারত শাসিত কাশ্মিরের পেহেলগামে হামলা নিয়ে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় যারা এই হামলার পেছনে রয়েছে, তাদের কঠোরতম শাস্তি দেয়া হবে বলেও দেশবাসীকে তিনি আশ্বস্ত করেন।
রোববার (২৭ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে উগ্রবাদী হামলা নিয়ে আজ ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘ভারতীয়ের রক্ত এখন টগবগ করছে। প্রত্যেকেই পেহেলগামে নিহতদের বেদনা অনুভব করছেন।’ এই সঙ্কটের সময় দেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী মোদি বলেন, পেহেলগাম হামলা উগ্রবাদের হোতাদের হতাশা ও কাপুরুষতার প্রতিফলন। তিনি উল্লেখ করেন, ‘কাশ্মিরে শান্তি ফিরছিল। স্কুল-কলেজে প্রাণচাঞ্চল্য ছিল। উন্নয়নমূলক কাজের গতি ছিল অভূতপূর্ব। গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল। পর্যটকদের সংখ্যা রেকর্ড ছুঁয়েছিল।আয় বৃদ্ধি পাচ্ছিল এবং তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছিল। কিন্তু দেশের শত্রুরা এটি মেনে নিতে পারেনি।’
তিনি বলেন, ২২ এপ্রিলের হামলা প্রতিটি ভারতীয়কে আঘাত করেছে। সে যে ভাষারই হোক বা যে রাজ্যেরই হোক। আমি মনে করি, উগ্রবাদী হামলার ছবি দেখে প্রতিটি ভারতের রক্ত উত্তপ্ত হয়ে উঠছে।
মোদি জানান, সমগ্র বিশ্ব ভারতের পাশে রয়েছে। তিনি শোকাহত পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন, তারা ন্যায়বিচার পাবে। যারা এই হামলার পেছনে রয়েছে, তাদের কঠোরতম শাস্তি দেয়া হবে। উগ্রবাদী ও তাদের প্রভুরা এই ষড়যন্ত্র করেছিল। কারণ তারা কাশ্মিরকে ধ্বংস করতে চায়।
তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের শক্তি ১৪০ কোটি মানুষের ঐক্যে নিহিত। এই ঐক্যই আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ভিত্তি। আমাদের আদর্শকে শক্তিশালী করতে হবে এবং জাতীয় ইচ্ছাশক্তি প্রদর্শন করতে হবে।
প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের বৈসরান তৃণভূমিতে উগ্রবাদীরা গুলি করে ২৫ জন পর্যটক এবং এক কাশ্মিরী মুসলিম নাগরিককে হত্যা করে। এটিকে কাশ্মির উপত্যকার সাম্প্রতিককালের ভয়াবহতম উগ্রবাদী হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
নরেন্দ্র মোদি বলেন, ভারত প্রতিটি সন্ত্রাসী ও তাদের সমর্থকদের চিহ্নিত করবে, অনুসরণ করবে এবং শাস্তি দেবে। তিনি দৃঢ়ভাবে জানান, আমাদের মনোবল কখনও ভাঙবে না।
উল্লেখ্য, হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত রাখা হয়েছে।
সূত্র : এনডিটিভি