কুমিল্লার মুরাদনগরের ঘটনায় ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন থেকে ভুক্তভোগীর ভিডিও ও ছবি ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দেয়া হয়েছে।
রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দিয়েছে।
কুমিল্লার ওই ঘটনায় রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নুরুন্নবী।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে নুরুন্নবী বলেন, ‘কুমিল্লার মুরাদনগরে ঘটনাটিকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোটে রিট পিটিশন দায়ের করি। বিচারপতিরা শুনে বলেছেন, ভিকটিমকে সব ধরনের নিরাপত্তা দিতে হবে।’
‘একইসাথে আদালত বলেছে, ২৪ ঘণ্টার মধ্যে তার যত ভিডিও ও ফটোগ্রাফি সোস্যাল মিডিয়ায় আছে সেখান থেকে উঠিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছে।’
রিটকারি আইনজীবী জানিয়েছেন, এ মামলার তদন্তের অগ্রগতি আগামী ১৪ জুলাই আদালতকে জানাতে বলা হয়েছে।
সূত্র : বিবিসি