টুডেনিউজ বিডি ডটনেট
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা অবরোধের ঘোষণা দিয়েছে ইসরাইল। সেখানে তারা মোরাগ করিডোর নামে একটি করিডোর স্থাপন করছে। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরাইলি সেনাবাহিনী রাফা শহর অবরোধের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে তাদের অবরোধ কার্যক্রম সম্পন্নও হয়ে গেছে। তারা দক্ষিণ গাজার খান ইউনিস থেকে রাফাকে বিচ্ছিন্ন করার জন্য উভয়ের মাঝে একটি করিডোর স্থাপনের কাজ করছে। এই করিডোরের কাজ সম্পন্ন হয়ে গেলে রাফা ও খান ইউনিস সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। ফিলিস্তিনিদের পৃথিবী আরো সংকুচিত হয়ে যাবে।
সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইল নতুন যে করিডোর তৈরি করছে, সেটিকে তারা মোরাগ করিডোর হিসেবে নামকরণ করেছে। এর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল নতুনভাবে রাফায় হামলা শুরু করে ইসরাইল। এ সময় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন যে তারা রাফা ও খান ইউনিসের মাঝে একটি নিরাপত্তা করিডোর করবেন। তিনি তখন এর নাম দিয়েছিলেন মোরাগ করিডোর। তার ওই ঘোষণারই বাস্তবায়ন হচ্ছে এখন।
রাফা ও খান ইউনিসের মাঝে এক সময় মোরাগ নামে একটি ইহুদি বসতি ছিল বলে দাবি করা হয়। ওই নামে এই করিডোরকে নামকরণ করা হয়েছে।