গত দু’দিনে ইসরাইলি বাহিনী ২০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং তিন লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরে বাস্তুচ্যুত করেছে। শনিবার গাজা মিডিয়া অফিস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলের রক্তাক্ত ইতিহাসে আরেকটি ভয়াবহ অধ্যায় যোগ হয়েছে। গত ৪৮ ঘণ্টায় উত্তর গাজা গভর্নরেটে ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলি বাহিনী সহস্রাধিক আবাসিক ইউনিট আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। এতে তিন লাখের বেশি বেসামরিক মানুষকে গাজা শহরের দিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে, যেখানে তাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নেই।
অফিস জানায়, ইসরাইলি বাহিনী ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স দলকে বোমা হামলার জায়গায় পৌঁছাতে বাধা দিচ্ছে। এতে প্রায় ১৪০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন। এটি আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ইসরাইলি ড্রোন জাবালিয়া ক্যাম্পের তেল আল-জাতার, বেইত লাহিয়া শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপন করা শত শত তাঁবু আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনা সন্দেহজনক আন্তর্জাতিক নীরবতা ও চলমান গণহত্যায় সক্রিয় অংশগ্রহণকে তুলে ধরে।
গাজা শহরের পরিস্থিতি নিয়ে অফিস জানায়, শহরে পর্যাপ্ত তাঁবু বা আশ্রয় নেই। ফলে হাজারো পরিবার রাস্তায় বাস করতে বাধ্য হচ্ছে—বিশেষ করে আল-জালা স্ট্রিট ও আল-সাফতাউই এলাকায়। সেখানে কঠোর অবরোধ ও অব্যাহত বোমাবর্ষণের মধ্যে খাদ্য, পানি ও ওষুধের মতো মৌলিক প্রয়োজনীয়তাও অনুপস্থিত।
অফিস দাবি জানায়, গণহত্যা বন্ধে অবিলম্বে কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। লাশ উদ্ধার ও আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক উদ্ধারকারী দল পাঠাতে হবে। মানবিক, ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছাতে সীমান্ত পয়েন্ট খুলে দিতে হবে। পাশাপাশি, ইসরাইলি নেতাদের আন্তর্জাতিক আদালতে জবাবদিহি করতে হবে।
গালফ সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার দিনের সফর চলাকালে ইসরাইলি বাহিনী ৩৭৮ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তার সফরের আগের চার দিনে নিহতের সংখ্যা ছিল প্রায় ১০০। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ হার প্রায় চারগুণ। ২ মার্চ থেকে ইসরাইল গাজায় খাদ্য, পানি ও ওষুধসহ সব ধরনের সরবরাহ বন্ধ রেখেছে।
১৮ মার্চ যুদ্ধবিরতি বাতিল করে ইসরাইল ফের গাজায় বোমাবর্ষণ শুরু করে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ৫৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র : আনাদোলু এজেন্সি