ইসরাইলি হামলা, গাজা,

গাজায় ইসরাইলি হামলায় ৬০ জনেরও বেশি নিহত

গাজায় ইসরাইলি হামলায় ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর অবিরাম হামলায় বুধবার সকাল থেকে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছে। জনাকীর্ণ এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলাগুলো এমন এক সময়ে ঘটেছে, যখন দুই মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধ ও বোমাবর্ষণের ফলে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এবং দুর্ভিক্ষ পরিস্থিতি আরও তীব্র হয়েছে।

গাজা শহরের আল-ওয়েহদা স্ট্রিটে থাই ও পালমিরা রেস্তোরাঁর কাছে একটি এলাকায় ইসরাইলি গোয়েন্দা ড্রোন হামলা চালানো হয়। একই সময়ে, মাত্র ১০০ মিটার দূরত্বে দুটি স্থানে — একটি রেস্তোরাঁর ভিতরে এবং অপরটি একটি সংযোগস্থলে — দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

গাজা শহর থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, ইসরাইলি বিমান হামলাটি এমন একটি স্থানে চালানো হয়েছিল, যেখানে স্থানীয়রা এখনও কিছুটা খাবার সংগ্রহ করতে পারত। তিনি বলেন, “টেবিল ও চেয়ারগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আক্রমণের কারণে তীব্র রক্তপাতের ফলে মাটিতে রক্তের দাগ লেগে আছে,”— ঘটনাস্থলে থাকা বাসিন্দা ও রাস্তার বিক্রেতাদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মাহমুদ এই মন্তব্য করেন।

একই সময়ে কাছাকাছি একটি মোড়ে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলায় মানুষজন মাটিতে পড়ে ছিল “রক্তে ভেজা ও ছিন্নভিন্ন” অবস্থায় — বলে জানান মাহমুদ।

গাজা শহরের তুফাহ পাড়ায় অবস্থিত আল-কারামা স্কুলেও একটি হামলা চালানো হয়েছে, যেখানে ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি বাড়িতে হামলায় আরও তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এক পরিবারের ওপর হামলায় এক বাবা, তার সন্তান এবং চাচাতো ভাইবোনসহ আটজন নিহত হন। এর মধ্যে একটি বাড়িতে পাঁচজন নিহত হয়েছে।

মধ্য গাজার দেইর এল-বালাহ এলাকায় একটি তাঁবু আশ্রয়কেন্দ্রে চালানো হামলায় এক শিশু সহ আরও তিনজন নিহত হয়। পূর্ব গাজার বানি সুহেলা গ্রামে একটি বাড়িতে হামলায় এক স্বামী-স্ত্রী নিহত হন।

নিহতদের মধ্যে চারজন সেই ব্যক্তিরাও রয়েছেন, যাদেরকে গাজার মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবিরে একটি স্কুলে ইসরাইলি হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থা মঙ্গলবার রাতে জানিয়েছে যে সেখানে ৩০ জনেরও বেশি মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top